ইমরান ইভান |
অশরীরী ভালোবাসা
- ইমরান ইভান
অবন্তীকা শোন।
একটা মজার কথা বলি!
মানুষ বলে,
আমি নাকি তোমাকে হারিয়ে ফেলেছি!
তুমি কি কোন বস্তু যে তোমাকে হারাবো!
তুমিতো অশরীরী এক আত্মা,
যার মধ্য দিয়ে আমি বেঁচে আছি।
কি হাস্যকর, তাইনা!
আচ্ছা মানুষগুলো এত অদ্ভুত কেন!
শরীরী অস্তিত্বটাকে’ই মনে করে ভালবাসা।
এই যে তুমি হাসছ, তোমার পায়ের শব্দ, তোমার ঘন নিঃশ্বাস,
আমি সব স্পষ্ট শোনতে পাই।
তোমার গায়ের সুরভী
আমাকে জানান দেয় তোমার অস্তিত্ব।
এইত সেদিন বৃষ্টি মুছে দিতে গিয়েছিলাম,
অবলীলায় তোমার চোখের জল ভেবে।
আমার প্রতিটা হৃদস্পন্দনে,
আমি তোমার অস্তিত্ব অনুভব করি।
তোমাকে হারায় কিভাবে বলো?
কিন্তু মানুষকে কিভাবে বুঝাবো।
কারণ, আমার ভালবাসা কায়াহীন,
তুমিতো স্বশরীরী এক নারী!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন