কবি ইমরান ইভানের ভাবনার শহর কবিতা - খবরের পাতা

ব্রেকিং

Post Top Ad

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

কবি ইমরান ইভানের ভাবনার শহর কবিতা

জীবনের কোন নির্দিষ্ট সংজ্ঞা বা ধ্রুব মান নেই। আমরা জীবনটাকে যেভাবে ভাবি, জীবন এমনই।
আমাদের রোজকার সুখ-দুঃখ, প্রেম-বিরহ, টানা-পোড়নের ভাবনাগুলো ভীর করে আমাদের মস্তিষ্কে। এ যেনো এক ভাবনার শহর। পৃথিবীর সকল ভাবনারা এসে ঠায় নেয় এই শহরে। ভাবনার শহর কবিতাটি কবি ইমরান ইভানের ভাবনার শহর কাব্যগ্রন্থ থেকে সংগ্রহীত।

heart touching sad Bangla poem
Vabnar Sgohor - Imran Ivan [ Bengali Poetry ]  


ভাবনার শহর

-- ইমরান ইভান


হায় প্রেমিকার শহর!
প্রেমিকার মতো তোমারও কোনকিছু স্থায়ী হয়না।
প্রেমিকা প্রেমিক পালটায়, ভালোবাসার রং পাল্টায়
আমি পাল্টাই হাসির আড়ালে মুখোশ
পাল্টে যায় জীবনের পাতাটা
পাল্টাতে পারিনা নিজেকে।
রাত তিনটা সাতচল্লিশ
বুকের বা পাশটা চিন করে উঠে।
কয়েকফোটা লবণাক্ত পানি শুষে নেয় বালিশটা।
শুষে না কষ্ট গুলো।
ভাবনারা ভীর জমায় মাছ বাজারের মতো।
মাছিদের মতো খুঁজতে থাকি কিছু ফরমালিন বিহীন স্মৃতি।
তাজা স্মৃতিগুলো কত আগেই খেয়ে গেছে শকুনিরা।
একুরিয়ামের পানিটাও সমদ্রসম মনে হয়।
সেখানে হাতরে খুঁজে পায়নি একটাও গোল্ডফিশ।
রাতের দৈর্ঘ্য কমতে থাকে। বাড়তে থাকে ভাবনারা।
একটার পর একটা পাল্টাতে থাকি ভাবনার দুয়ার।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad