দীর্ঘ জল্পনার পর অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল Nothing Phone (1) (নাথিং ফোন - ১)।
লন্ডনে একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটির পর্দা উন্মোচিত হয়েছে। Nothing Phone ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন, যাতে একটি অনন্য ডিজ়াইন রয়েছে, এর দুটি কালার ভ্যারিয়েন্ট আছে সাদা এবং কালো। ট্রান্সপারেন্ট ডিজ়াইনের এই ফোনটি 900 LED আলো দ্বারা নির্মিত এবং একগুচ্ছ আকর্ষণীয় ফিচার রয়েছে।
Nothing Phone (1) Specification / নাথিং ফোন-১ এর স্পেসিফিকেশনঃ
লন্ডনে একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটির পর্দা উন্মোচিত হয়েছে। Nothing Phone ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন, যাতে একটি অনন্য ডিজ়াইন রয়েছে, এর দুটি কালার ভ্যারিয়েন্ট আছে সাদা এবং কালো। ট্রান্সপারেন্ট ডিজ়াইনের এই ফোনটি 900 LED আলো দ্বারা নির্মিত এবং একগুচ্ছ আকর্ষণীয় ফিচার রয়েছে।
Nothing Phone (1) Specification / নাথিং ফোন-১ এর স্পেসিফিকেশনঃ
এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার হল এর ইউনিক সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন। এই ফোনে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ, এই ফোনের ডিভাইস হল ফ্ল্যাট সাইড এবং রাউন্ডেড কর্নারের।
এই ফোনের ডিজাইন অনেকটাই আইফোনের মতো। এই ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে স্পেসিফিক লাইট প্যাটার্ন। ইউজাররা চাইলে এর মধ্যে সাউন্ড এফেক্টও অ্যাড করতে পারবে।
Display (ডিসপ্লে): Nothing Phone (1)-এ রয়েছে একটি 6.55 ইঞ্চির ফ্লেক্সিবল OLED ডিসপ্লে, যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 60Hz থেকে 120Hz পর্যন্ত। HDR10+ সাপোর্ট রয়েছে এবং ফোনটি সামনে ও পিছনে কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত।
Processor (প্রসেসর): পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে একটি Qualcomm Snapdragon 778+ SoC দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডিফল্ট গ্রাফিক্স সেটিং। সুতরাং এই ফোন খুবই ভালো পারফর্ম্যান্স দেবে।
RAM ও ROM (স্টোরেজ): এই ফোনের দুটি RAM ও স্টোরেজ ভার্সন রয়েছে। সেগুলি হল 8GB ও 12GB পর্যন্ত RAM এবং ROM 128GB ও 256GB পর্যন্ত স্টোরেজ।
Battery (ব্যাটারি): এই ফোনে, 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ফোনের রিটেল বক্সের সঙ্গে কোনও চার্জিং ব্রিক এবং টাইপ-সি কেবেল দেওয়া হচ্ছে না।
Camera (ক্যামেরা): Nothing Phone (1)-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 50MP Sony IMX766 সেন্সর এবং সেকেন্ডারি আর একটি 50MP Samsung JN1 সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা।
Software (সফটওয়্যার): নাথিংয়ের প্রথম ফোনটি Android 12 ভিত্তিক NothingOS কাস্টম স্কিন দ্বারা চালিত হবে, যা ব্যবহারকারীদের স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা দিতে পারবে।
Nothing Phone (1) Features / নাথিং ফোন ওয়ান এর গুরুত্বপূর্ণ ফিচারঃ
1) এই ফোনের সঙ্গে 3 বছরের অ্যান্ড্রয়েড সাপোর্ট এবং 4 বছরের সিকিওরিটি প্যাচ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে নাথিং, যা প্রতি 2 মাস অন্তর পাঠানো হবে।
2) সিকিওরিটির জন্য এই স্মার্টফোনে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্ট।
3) নাথিং ফোন (1)-এ রয়েছে 900 LED আলোর শক্তিশালী মিশেল, যা নোটিফিকেশন, কল, মেসেজ এবং ইমেল এলে জ্বলে উঠবে।
4) এই ফোনটি 10 Glyph প্যাটার্ন অফার করছে, যা নির্দিষ্ট কন্ট্যাক্টের জন্য নির্দিষ্ট রিংটোন বাছতে দেবে।
5) অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের NothingOS স্কিন রয়েছে ফোনটিতে। এই নাথিং অপারেটিং সিস্টেমটি স্টক অ্যান্ড্রয়েডের মতো অভিজ্ঞতা দেবে, যা কখনও কোনও বিজ্ঞাপন বা ব্লটওয়্যার দেখাবে না।
6) ফোনটির ক্যামেরা অ্যাপে রয়েছে স্টুডিও লাইট এবং গ্লিফ লাইট মোড, যা কম আলোতে দুরন্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা সঞ্চয় করতে দেবে ব্যবহারকারীদের।
এতো এতো সুবিধার মধ্যেও অনলাইন বুদ্ধারা নাথিং ফোনের কিছু অসুবিধার কথাও ভাবছেনঃ-
নাথিং ফোনে রয়েছে আইপি৫৩ রেটিং। এই ফোনে পানির ক্ষেত্রে কোন সুরক্ষা দেওয়া হয়নি। কিন্তু আইপি৫৩ মানে হল তা পানি এবং বৃষ্টি থেকে ফোনকে রক্ষা করতে সাহায্য করবে।
এই ফোনের ক্যামেরাতে রয়েছে বিভিন্ন ধরনের অপশন। এর ফলে উন্নত মানের ফটো তোলা সম্ভব হবে। কিন্তু বাস্তবে এই ফোনের ক্যামেরার কোয়ালিটি কেমন তা এখনো জানা যায়নি।
নাথিং ফোনের রিটেল বক্সে কোন চার্জার পাওয়া যাবে না। এটা একটা বড় সমস্যা হয়ে দাড়াতে পারে। এই ফোনের ডিভাইসে সাপোর্ট করে ওয়ারলেস চার্জিং। যা ১৫ ডব্লু চার্জ যুক্ত। কিন্তু অন্যান্য ব্র্যান্ড একই দামে ৮০ ডব্লু ফাস্ট চার্জ অফার করছে। কারণ বর্তমানে কেউই ১৫ ডব্লু ওয়ারলেস চার্জার ব্যবহার করেনা। এর ফলে এই ফোনে খুবই ধীরে চার্জ হবে।
Nothing Phone-1 এ আলাদা ধরনের ডিজাইন ব্যবহার করা হলেও ইউজারদের ক্ষেত্রে তা সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ এই ফোনের ডিভাইস একটু ভারি ধরনের। এর ফলে এই ফোন ইউজারদের ক্ষেত্রে এক হাতে ব্যবহার করা অসুবিধা হবে। এছাড়া ইউজাররা ফোনে ব্যাক কাভার ব্যাবহার করলে এই ফোনের পেছনের ডিজাইনটা কোন কাজেই আসবেনা।
তাছাড়া এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব বেশি ফাস্ট নয়, এর ফলে দু-তিনবারের চেষ্টায় তবেই এই ফোন আনলক করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে।
গেজেট প্রেমীরা সবসময়ই নতুন নতুন ডিভাইস ও নতুন নতুন ফিচারের অপেক্ষায় থাকে। যদিও এই মোবাইল ফোনটি গেজেট দুনিয়ায় ব্যাপক সারা ফেলেছে, এখন দেখা যাক নাথিং ফোন(১) কতটুকো গ্রাহক সন্তুষ্টি দিতে পারে।

Hi
উত্তরমুছুনHle
উত্তরমুছুন