ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছেন তরুণ অভিনেতা শরিফুল রাজকে। তারা গোপনে 2021 সালের অক্টোবরে একে অপরের প্রেমে পড়ে। তাদের পরিচয়ের সাত দিনের মধ্যে তারা তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেয়।
বিয়ের পর থেকেই পরীমনি ও রাজ প্রেমে ডুবে আছেন। তাদের ঘর আলো করতে আসছে সন্তান। অর্থাৎ পরীমনি গর্ভবতী। ইতিমধ্যেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বাংলা চলচ্চিত্রের এই সুন্দরী নায়িকা।
শুক্রবার (২৬ মে) রাতে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, স্বামী রাজ একটি বিশেষ ডিনারের আয়োজন করে তাকে চমকে দিয়েছেন। এতে একটি বিশেষ কেকও ছিল। কেকের গায়ে লেখা, ‘তুমি আমাকে আনন্দিত করেছ। আমাদের সন্তান আমাকে সেরা পুরুষ করে তুলবে। আমি তোমাকে ভালোবাসি প্রিয় স্ত্রী'। ভালোবাসায় ভরা সেই মুহূর্তের ছবি শেয়ার করে পরীমনি লিখেছেন, "আমার প্রিয় স্বামী, আমি আবার তোমার প্রেমে পড়েছি!"
স্বামী রাজের প্রতি স্ত্রী পরীর ভালোবাসার কোন কমতি নেই। একে অপরকে খুঁজে পাওয়া, জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়ার মতো। কিন্তু এরই মধ্যে পরীমনি নাকি আবার প্রেমে পড়ে গেছে!
না, চিন্তার কিছু নেই। আবারও স্বামী শরিফুল রাজের প্রেমেই পড়েছেন পরীমনি।
পরীমনি ও রাজ গত ২ মে কক্সবাজারে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে ছবিগুলো ওই সফরের। বিয়ের পর এটাই ছিল তার প্রথম ছুটি বা হানিমুন। দুজনে ইচ্ছেমতো সমুদ্র আর সৈকতের সৌন্দর্য উপভোগ করেছেন এবং ভালোবাসার মুহূর্তগুলো অনুভব করেছেন। তিনি ভক্তদের সাথে কিছু ছবি শেয়ার করে বলেছেন যে তারা খুব খুশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন